কবিতাঃ- সে বৃষ্টি আর আসেনা
✍️ মনোজ ভৌমিক
বৃষ্টি খুঁজতে খুঁজতে সবাই কেমন দৃষ্টিহীন হয়ে গেছি!
এখন আর সে আকাশ দেখতে পাই না, আঁধারেই ডুবে আছি!!
আজকাল বৃষ্টির জলের মত সবাই হাতড়ে হাতড়ে খুঁজি আপন জন!
কিছুটা ঠাওর করতে গিয়ে দেখি সবাই কেমন দিশেহারা... আমার মতন!!
এখন এই দুর্বৃত্ত সময়,আপন না খুঁজে পর খোঁজাতেই মাতোয়ারা!!
সময় বড় কঠিন রে অনিকেত, দেশের মূল ধাঁচেই লুকিয়ে এই ভাবধারা!
তাই বুঝি আজও আষাঢ় আসে, শ্রাবণ আসে, সে বৃষ্টি আর আসেনা!