কবিতাঃ- সৎ কর্ম
✍️ মনোজ ভৌমিক
সৎ কর্মে হয় স্বর্গ বাস
অসৎ কর্মে নরক,
এই কথাটি লিখে গেছেন
হিন্দু শাস্ত্রের জনক।
কর্ম তুমি করছো যেমন
লিখছো তেমন ভাগ্য,
ভালো বা মন্দ যেটাই করো
প্রাপ্তি হবেই যোগ্য।
সৎ কর্মে রাখলে মতি
তুমিই মহান বুদ্ধ,
ঈশ্বর রূপে পূজিত হবে
মনুষ্য জনম ঋদ্ধ।
অসৎ কর্মেই সর্বনাশ
নিশ্চিত তুমি জেনো,
ডুববে যখন অথৈ জলে
প্রশ্ন কোরো না,"কেন?"
সাধের এই মানব জন্মে
সৎ কর্মে রেখো মতি,
সকল দুঃখ লাঘব হবে
হারিয়ে যাবে দুর্গতি।
সময়ের ঘরে দেখো আজ
অসৎ সংখ্যা বেশী,
মিছেই শুধু খুঁজতে থাকি
পুরাতন সেই খুশি!
সাধের এই মনুষ্য জন্ম
বড়ই পুণ্যের ফল,
অসৎ কর্মে রাখলে মতি
জন্মই হবে বিফল।