কবিতাঃ- সারে যাঁহা সে আচ্ছা
✍️ মনোজ ভৌমিক
তন্ত্র ভাঙা মন্ত্র নিয়ে
দেখছি খেলা কঠিন চালে!
মানবতার মন্ত্র ভুলে
এখন ধর্ম চলে ডালে ডালে!!
লঘু গুরু নিয়ে লড়ি,
গণতন্ত্রের মিথ্যে ভাষণ,
'জাতের নামে বজ্জাতি'
একবিংশেও পাচ্ছে রেশন!
বিত্তঘরে স্বাধীনতা,
মধ্যবিত্ত ভাগ্যে বলিরেখা!
প্রজাতন্ত্র শব্দটাকে,
নিম্নবিত্তের হয়নি শেখা!!
সংখ্যাটা সবাই গুনি,
ভাবনাটাকে ভাবিইবা কে!
স্বার্থে ঘেরা সময়টাতে
গণতন্ত্র ঘুমিয়েই থাকে!!
তুমি আমি যদু মধু
বুকের মধ্যে পুষে ইমোশান,
'সারে যাঁহা সে আচ্ছা'
গাইতে থাকি পুরানো গান!