কবিতাঃ- সান্ধ্য মেঘ
✍️ মনোজ ভৌমিক

এখন শুধু একলা মনে
ভিজছে দেখো সারা শহর!
ফ্লাট ঘরেতে নিয়নবাতি
চুপিচুপি গুনছে প্রহর!!

মোড়ের মাথার সেই গাছটা
ভিজছে কেমন শিরশিরিয়ে,
তোমার ভেজা সেই আষাঢ়
মনকে আবার যাচ্ছে ছুঁয়ে!

বেয়াদবি সেই সন্ধ্যে বেলায়
তোমার সাথে প্রথম দেখা,
রক্ত ক্ষরণ হৃদয় মাঝে
কদম ছোঁয়ার বৃষ্টি রেখা।

আজকে দেখি ঝোড়ো হাওয়া
ব্যালকনিতে অন্যরকম,
আশকরা চায় আপন হতে
সান্ধ্য মেঘ করছে হজম।