কবিতাঃ- স্যালুট সিনিয়র
✍️ মনোজ ভৌমিক
সিঙ্গুরের উপোসী মঞ্চ লজ্জা পায়নি কী এখন?
উত্তাল নয় কেন নন্দীগ্রামের রক্তাক্ত জনগণ??
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ব্যর্থ হবে না অনশন!
ওদের সমর্থনে "গণ ইস্তফা" দিলেন সিনিয়র পঞ্চাশ জন!!
হায় রে বাংলা! যে যায় ওখানে সেই-ই হয় কী রাবণ!
ইতিহাসের পাতায় সেদিনও কী অনশন ছিল প্রহসন!!
জাগো বাংলা, জাগো। জুনিয়রদের ক'রো বিপুল সমর্থন।
অভয়ার মুখ চেয়ে কেন কষ্ট পাবে ওদের অমূল্য জীবন!
সে সরকার দরকার,যার বিধানে বিধান থাকে সর্বক্ষণ।
এ রাজ্য বুঝে গেছে অনুদান জনতার সবচেয়ে আপন।
সরকারের হাবভাব,বক্তব্য,সেটাই বোঝান নবান্ন!
তবুও বাংলা বিপ্লব জানে,জানে করতে আন্দোলন।
স্যালুট সিনিয়র,ভাবনায় জিতে নিলে সময়ের মন।
শরতের কালো মেঘে আজ অভয়া কাঁদছে যখনতখন,
বিচার চায় থ্রেড কালচারের,সাথে আছে সতীর্থ প্রিয়জন।