কবিতাঃ- রুদ্র জাগো
✍️ মনোজ ভৌমিক
কোথায় রুদ্র! কোথা বৈশাখ!!
কোথা অপরূপ সাজ!
ভৈরব হারা একাই তাপস
করেছে ধরায় রাজ!!
প্রতাপী হয়েছে তপ্ত হাওয়া
তপনের অট্টহাসে,
রুদ্র ভুলেছে ভয়াল রূপ
কালবৈশাখী নাশে...
দিগন্ত জুড়ে শুধু হাহাকার
ত্রাহি! ত্রাহি!!ওঠে রব!!!
অকালে ঝরছে কত যে ফুল
নিথর যেন বৈভব!
তুমি যদি হও মহা ধূর্জটি
জাগো,হে মহান জগো,
স্বর্গ,মর্ত,পাতাল দাপিয়ে
দেখাও অসীম রাগও।
সৃষ্টি সুখের উল্লাস নিয়ে
হও হে তুমি প্রকট,
তোমার মহা প্রলয় নৃত্যে
কাটুক এ সংকট।