কবিতাঃ- ঋতু
✍️ মনোজ ভৌমিক
এখন আর বৃষ্টি নেই
তবুও আকশে মেঘ জমে!
বাতাসে হিমেল আস্তরণ
হৃদয়ে জাগে শেষ শিহরণ।
আর কিছুদিন পরে
ধেয়ে আসবে দখিনা বাতাস
হবে বসন্তের আগমন
পুলকিত হবে তনুমন।
আবার ধুলি ধূসর চৈত্র
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ!
পরিশেষে উন্মাদ ঝটিকা প্রবাহ!!
চাতকের তৃষ্ণা নিয়ে
বর্ষাকে গভীর আলিঙ্গন
মন ছুঁয়ে নেয় পিয়াসী শ্রাবণ।
বৃষ্টি ভেজা চোখ নিয়ে
পুব আকাশে তাকালেই
জেগে ওঠে রংধনু
চারিদিকে ছড়িয়ে পড়ে আলোর রেণু!
ধীরে ধীরে ধোঁয়াশা নেমে আসে
কেঁপে ওঠে আমলকীবন!
গাছের শুকনো পাতা ঝরে যখনতখন!!
কী বিচিত্র এই ঋতুর পরিবর্তন!
জীবনের সারার্থ খুঁজবে যখন
শিশিরের স্পর্শ মেখে দেখো কে তোমার আপন!