কবিতাঃ-রয়েছি প্রতীক্ষায়
✍️ মনোজ ভৌমিক
ভালো মনের মানুষ যারা
তারা বড্ড ভালো লোক,
আপন সুখ বিলিয়ে তারা
দুঃখে করেনা শোক!
মূল্য তাদের হারিয়ে যায়
সাজতে গিয়ে ভালো,
ওদের জীবন জেনে রেখো
সদাই অগোছালো।
সময় আজ বড়ই চতুর
নিজেরটা ভালো বোঝে,
স্বার্থপর এ জীবন ছন্দে
ভালোকে কে আর খোঁজে!
ভালোর গায়ে লাগলে কালো
যায় না কিছুই তার,
আপন মনে কাজ করে যায়
থাকেন নির্বিকার।
আবালবৃদ্ধবনিতার আজ
মনেতে ভীষণ দ্বন্দ্ব,
স্বার্থপর সমাজ নীতিতে
খুঁজছে পুরানো ছন্দ।
প্রত্যাশা আজ রয়েই যায়
অসতের দুনিয়ায়,
সেই সকল ভালো মানুষের
রয়েছি প্রতীক্ষায়।