প্রিয়তমাসু-এর আবৃত্তি

মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)
আবৃত্তিটি ৩৯৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৪/০৬/২০১৭, ০৭:০৭ মি:

প্রাসঙ্গিক

কবিতা প্রিয়তমাসু সুকান্ত ভট্টাচার্য

মন্তব্য যোগ করুন

আবৃত্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

   

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ৩৭টি মন্তব্য এসেছে।

  • ২০/০৬/২০১৭, ০৬:২৫ মি:
    Abriti sundor.mon vore gelo
  • ০৭/০৬/২০১৭, ০৩:৩৭ মি:
    কিছু কম লাগলেও, আপনার চেষ্টার সাফল্য এসেছে।
    • ০৭/০৬/২০১৭, ০৪:৪১ মি:
      ঠিক বলেছেন কবি। আমি নিজে নিজেই চেষ্টা করছি। শিখিনি কোথাও। ২৫ বছর আগে চর্চা ছিল। আবার আসরে এসে আপনাদের বিশেষ করে সৌমেনদার ২০০০ কিমি দূরে বসে সহচর্যে আবৃত্তির আসরে পা ফেলা। ধন্যবাদ রইল কবি। সাহস জোগাবেন।
  • ০৬/০৬/২০১৭, ১৭:০৭ মি:
    দারুণ ! খুব ভালো লাগলো প্রিয় কবি।অভিনন্দন কবি।
  • ০৫/০৬/২০১৭, ১৮:৩১ মি:
    Wow অসম্ভব সুন্দর একটা আবৃত্তি। না বললে জানতেই পারতাম না। ভালো লাগলো কবিবর। ভালো থাকবেন।
  • ০৫/০৬/২০১৭, ১৬:০৫ মি:
    ভাগ্যিস বললে মনোজ! শুনলাম। খুব সুন্দর কণ্ঠ আর আবৃতিও চমৎকার।
  • ০৫/০৬/২০১৭, ১৫:৩৫ মি:
    মুগ্ধ হলাম।
    অনেক অনেক শুভেচ্ছা নেবেন।
  • ০৫/০৬/২০১৭, ১৩:২২ মি:
    মনমুগ্ধকর আবৃতি৷
    আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছি Arafat Khan নামে আছে দেখুন!
  • ০৫/০৬/২০১৭, ১৩:১৮ মি:
    বাহ! আবৃত্তির জন্য আপনার কণ্ঠ খুব ভাল, বেশ ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবি।
    • ০৬/০৬/২০১৭, ০৪:৩১ মি:
      অজস্র ধন্যবাদ কবি বন্ধু, আমন্ত্রন আগামীতে। চোখ রাখার অনুরোধ রইল বন্ধু।
    • ০৫/০৬/২০১৭, ১৬:০৬ মি:
      এই গলাই আবৃতির উপযুক্ত। আর মনোজের উচ্চারণ ও স্পষ্ট।
      • ০৬/০৬/২০১৭, ০৪:২৮ মি:
        অনেক ধন্যবাদ কবি বন্ধু। শুভেচ্ছা ও আমন্ত্রন রইল আগামিতে। বাড়ী গেলেই আমি দক্ষিণেশ্বরে যাই মায়ের দর্শনে।
    • ০৫/০৬/২০১৭, ১৩:৫১ মি:
      অনেক ধন্যবাদ প্রিয় কবি। মন্তব্যে আপ্লুত হলাম কবি।
  • ০৫/০৬/২০১৭, ১০:৪১ মি:
    অপ্রতিরোধ্য কন্ঠের বলিষ্ঠ উচ্চারণ , শিরায় শিরায় জাগায় উদ্বেগ। আমিও ঘরে ফিরতে চাই।
    নিজের জন্য যুদ্ধ করতে।

    শুভেচ্ছা রইলো দাদাভাই।
  • ০৫/০৬/২০১৭, ০৮:৪৫ মি:
    নিজের ঘরে বাতি না জ্বালতে পারেন কিন্তু আসরে ঠিকই বাতি জ্বেলে চলেছেন প্রিয় কবি। অসামান্য সুন্দর আবৃত্তি; দরাজ কন্ঠ। শুভ কামনা।
  • ০৫/০৬/২০১৭, ০৭:৩৪ মি:
    অসাধারণ কন্ঠ!বেশ মনোযোগ দিয়ে প্রাণ'ভরে শুনলাম প্রিয়।

    অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম।
  • ০৫/০৬/২০১৭, ০০:০৩ মি:
    Darun laglo kobi...mugdho!onek subheccha roilo!
  • খুবই সুন্দর করে আবৃত্তি করেছেন - শুভেচ্ছা রইল।
  • ০৪/০৬/২০১৭, ১৬:৪৫ মি:
    আপনার সুকন্ঠে সুন্দর কবিতা পাঠ শুনলাম ৷ মনোমুগ্ধকর পাঠ ৷ বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য্য আমারও প্রিয় কবি ৷ আগামীতে আবদার রইলো আরও কবিতা শোনার ৷ শুভেচ্ছা নেবেন ৷ ভালো থাকবেন ৷
  • ০৪/০৬/২০১৭, ১৩:২৪ মি:
    খুব সুন্দর ভরাট গলার আবৃতি।খুব ভালো লাগলো কবি।
  • ০৪/০৬/২০১৭, ১০:৫৯ মি:
    বাহ! কবি আমাদের সবার প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাসু শুনলাম, প্রিয় তমা সু কণ্ঠে। অপূর্ব! সুন্দর একটা ভাললাগা কাজ করে যাচ্ছে এখনো। সারা পৃথিবী জুড়ে কবির চলা-সুন্দর শব্দবন্ধে বিবৃত তাঁর বানী- আপনার উদাত্ত কণ্ঠ একাকার হয়ে-মিলেমিশে দারুন এক অনুভূতি সৃষ্টি হল। কবি আপনি আবৃত্তিকার হিসাবে অনেক উন্নতি করুন এই কামনা করি। ভালো থাকবেন।
    • ০৫/০৬/২০১৭, ০৬:৩৬ মি:
      অজস্র ধন্যবাদ প্রিয় কবি।অনেক বছর(প্রায় ২০ বছর) আবৃত্তির সঙ্গে নিবীড় যোগাযোগ ছিল না। আসরে এসে প্রাণে আবার ঝড় এলো।আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করে। বিশেষ করে কবিদাদা সৌমেনদার জন্য।
Manoj Bhowmick's recitation Recitation Of Priotomasu published on this page.