কবিতাঃ- রাতের ডাক
✍️ মনোজ ভৌমিক
সন্ধ্যা যখন দুই চোখে দেয় উঁকি,
আমি তখন ঐ রাত্রি সেজেই ডাকি।
যদিও ও ডাক যায় না তোমার কানে,
তখন তুমি তো খেয়ালী মনের সনে।
জাহানারার সব গল্প একাই শুনি,
নিজের মনে নিজেই হই অভিমানী।
হাজার কাহিনী শোনার ধৈর্য্য কই!
রাত কি তাহলে বাঁচার স্বপ্ন সই!!
শাহারাযাদের দন্ড ঘোরে চোখে,
কেমন করে মায়াবী রাতে দেখে!
শ্রাবণ মেঘে ঘুমায় লক্ষ বাতি,
মেহেরুন্নিসা কেন হবে বলো সাথী?
রাত ফুরোলেই ঐ সব গল্পই শেষ,
দেখবে তখন শিউলি ঝরা আবেশ।
শুষবে শিশির মাটির রিক্ত দেহ,
আমার মত ডাকবে না আর কেহ।
আরব্য রাত থাক না বাঁচার দোহায়,
মায়াবী রাতের ডাক যেন না হারায়।