কবিতাঃ-রাত ফুরোলেই মহালয়া
✍️ মনোজ ভৌমিক
রাত ফুরোলেই মহালয়া
মা দুর্গার আগমন,
পুজোর গন্ধে মাতোয়ারা
সব বাঙালির মন।
ঘোড়ায় চড়ে আসছেন মা
রণ রঙ্গিনী রূপ,
শান্ত প্রকৃতি প্রমাদ গুণে
রয়েছেন নিশ্চুপ।
আগমণীর নতুন গানে
প্রভাত উঠবে হেসে,
সান্ধ্য শিউলি ঘুমিয়ে যাবে
ঘাসের বুকে এসে।
আকাশ নীলে সাদা মেঘেরা
খেলছে অসম খেলা,
নদীর তীরে কাশের বনে
দারুণ খুশির দোলা।
সাজো সাজো রব চারিদিকে
মনে প্রাণে জাগে সুখ,
ও মা উমা,তোর আগমনে
ভুলি যেন সব দুখ।