কবিতাঃ- রাজাধিরাজ
✍️ মনোজ ভৌমিক

প্রশ্ন এখন সবার মনে,
অযোধ্যায় নেই কি শ্রীরাম!
হয়তো তিনি বনের পথে!
নয়তো শ্রী জগন্নাথ ধাম!!

প্রতিষ্ঠিত মহান পুরুষ,
সীতা বিনা একলা রাজন।
ওনাকে ধরার সাধ্য কার!
যতই হোক রজন ভজন।

চালিয়েছেন রাম রাজত্ব
প্রজার রায় মাথায় নিয়ে,
এবারও না হয় সেটাই হোক
মন্থন হোক সময় ছুঁয়ে।

রাম রাজ্যেও ভাঙন আসে
ফুরিয়ে এলে সময় কথা,
সময় ছোঁয়া ভাবনাগুলো
না হয় পেলো খানিক ব্যথা।

তবুও তুমি রাজাধিরাজ
এই কথাটি সবার মনে,
ভূ-ভারতে তুমিই মহান
বিগ্রহ রাজ সেটাও জানে।

মন খারাপি সময়টাতে
একটু নিজে সামলে থেকো
" সবকা সাথ,সবকা বিকাশ"
স্বপ্ন গুলোয় দুচোখ রেখো।