কবিতাঃ- রাবণই জ্বলুক
✍️ মনোজ ভৌমিক
জ্বললে রাবণ অসুর কি হয় শেষ?
এই প্রশ্নের রয়ে গেছে ভাগশেষ।
সব অসুরেরেই রক্তবীজের বেশ,
একটা তো নয় হাজার ছদ্মবেশ।
রাবণে মেরেছে বলোনা কে কবে?
করলে বিচার সময়ই নষ্ট হবে।
সামিল হই ঐ প্রতারণা উৎসবে,
শ্রীরাম,শ্রীরাম, চিৎকার হোক ভবে।
জ্বলছে মানুষ শুঁকছি পোড়ার গন্ধ,
প্রগতির রয়ে সিংহের নাক বন্ধ।
রাবণই জ্বলুক থাকনা সময় অন্ধ,
তোমার আমার প্রতিবাদে নেই ছন্দ!