কবিতাঃ- পুতুল বিয়ে
✍️ মনোজ ভৌমিক
রাতে খুকুর ঘুম ধরে না
কাল পুতুলের বিয়ে,
এদিক ওদিক চারিদিকে
ডেঙ্গু গেছে যে ছেয়ে!
মেয়ে পুতুলের জ্বর এলো
হঠাৎ দুপুর বেলা!
তাই না দেখে ছেলে পুতুল
হয়েছে বড় উতলা।
টিয়া,ময়না ও কাকাতুয়া
ভুলছে গানের কলি!
হুতুম, ভুতুম হুনো যে আর
বাজায় না করতালি!!
কেমন করে হবে যে বিয়ে
পুতুল ছেলে মেয়ের!
দুচোখে তার আসে না ঘুম
কোল খুঁজছে মায়ের।