কবিতাঃ- পুরুষ
✍️ মনোজ ভৌমিক
পুরুষ বলতে বোঝাতে চাও তুমি কি?
রাবণ-রাবণ ঐ চেহারাটাই নাকি??
দাম্ভিকতায় সবকিছুই ছারখার!
সোনার লঙ্কায় পাণ্ডিত্য ছিল বেকার।
বালির সঙ্গে সেই যুদ্ধটা ছিল কিসের?
ভিখারী সাজার বেশটা নয় কি বিষের?
পুরুষ কি তাহলে পুরুষোত্তম রাম?
একবার ওর ভেবে দেখো কামধাম।
অগ্নি পাথারে কতবার গেলেন সীতা?
লব-কুশ নিয়ে প্রশ্ন ছিল নাকি যা তা??
পুরুষ কি তবে মহাভারতে অর্জুন?
শতবার করো চরিত্রের গুণাগুণ।
চিত্রাঙ্গদায় হয়তো পুরুষ ছিলেন,
দ্রৌপদীতে কোথায় হারিয়ে গেলেন?
উলুপীর কাছে অর্জুনই মহীয়ান,
সুভদ্রা কি শুধু সময়ের ফরমান?
পুরুষ বলতে কর্ণকে একটু বুঝি,
জীবনের সব যুদ্ধকে নিলেন যুঝি।
পুরুষ শব্দে কেন এত বিসংবাদ!
পুরুষ না ছুঁয়ে নারীত্বের কিবা স্বাদ!
পুরুষ! পুরুষ!! শব্দটাই বড় গম্ভীর,
দগ্ধ হওয়ায় পরিণাম তাহলে স্ত্রীর??
সব পুরুষের ভাবনা কিন্তু একই,
কেউবা দেখায়,কেউ দিয়ে যায় ফাঁকি।
আধুনা পুরুষ পুরুষ ছিলেন জানি,
সমাজে আজ স্ত্রী অধিকার কতখানি?
যদিও নারীরা সময়েতে বলীয়ান্ ,
জন্মানো শিশু পেয়েছে কি মা'র নাম?
এখনো পুরুষ রাবণ সেজেই আছে,
আঙুল শুধুই জ্বলছে সময় আঁচে।