কবিতাঃ- পুরাতন সে চাওয়া
✍️ মনোজ ভৌমিক
ওদের থাকনা ভ্যালেন্টাইন
আমার রইলে তুমি,
হলুদ রঙের সেই শাড়িতে
বলিও,তোমার আমি।
আবার না হয় নতুন করে
দেখবো আমি তোমায়,
বলবে তুমি, আঃ মলো যা!
ওসব কি আর মানায়!
আজও তোমার শরীর জুড়ে
বসন্ত করছে খেলা!
সময় তো চলে ওর নিয়মে
হোক না দিন অবেলা।
ঐ দেখো আজ পঞ্চমী তিথি
সেই দখিনা হাওয়া,
মনের কোণে খাচ্ছে দোলা
পুরাতন সে চাওয়া।