কবিতাঃ- পুকুর চুরি
✍️ মনোজ ভৌমিক

গভীর জলের মাছগুলি সব
একে একেই পড়ত ধরা,
হোকনা যতই রাঘব বোয়াল
ঘোলা হলেই ভাসত ওরা।

কতদিন আর এমনি করে
জল গভীরে করতো খেলা!
ছটফটিয়ে আসতো উঠে
পুরণ হলেই ষোলোকলা!!

চুনোপুঁটি খাওয়ার লোভ
সহজে কি ভুলতে পারে?
শক্ত পোক্ত জালটাকে যদি
বাগায়ে নিত হাতের 'পরে।

দেখতে পেলে ঝপাৎ করে
জালটা দিত উপরে ফেলে,
জালের গেরো আলগা তাই
অনায়াসেই যাবে ও চলে।

ধরা ওরা পড়তো ঠিকই
শক্ত যদি হত জালের দড়ি,
যেমন খুশি ফেলছে জাল
ধীবর কী ভাই বড় আনাড়ি!!

এখন শুধু দেখো হে খেলা
ধীবর মাছের ছলচাতুরি!
জাল বেচারা অবোধ বড়
খুঁজতে থাকে পুকুর চুরি।

পুকুর জুড়ে বড় হিল্লোল
চুনোপুঁটিই ভাসছে খালি,
ধীবর মাছের এই খেলাতে
বেচারা জালের পাঁঠাবলি!

রাঘব বোয়াল আসলে জালে
খেলা তো ভাই হবেই শেষ!
পুকুর মালিক তাই তো ভাই
জিইয়ে রাখে খেলার রেস।