কবিতাঃ- প্রশ্ন জাগে
✍️ মনোজ ভৌমিক
বাঁধন হারা ভাবনায় আজ
উড়ছে ও মন প্রাণ,
বোঝায় কারে সাঁঝের বেলা
হৃদয় ভাঙার গান!
অস্তরাগের রঙ ছড়িয়ে
ঐ দিগন্ত হয় লাল,
প্রভাত সূর্য আঁধার খোঁজে
বড়ই বিষাদ কাল!
পাগল হাওয়া মাতাল সুরে
গাইছে বেহাগ গীতি,
মনের কোণে ভাসছে কেন
সোহাগী মনের প্রীতি!
অন্তর যেন দুলিয়ে গেল
কালবোশেখী হাওয়া!
শেষের দিনে কেন এ মনে
জাগে অশেষ চাওয়া!!
প্রেমিক মন ভোলে না বুঝি
প্রথম দেখার তিথি,
চৈত্র শেষে কেন ভাসে মনে
হৃদয় হারানো স্মৃতি!