কবিতাঃ- পৃথিবী কার আপন
✍️ মনোজ ভৌমিক
ঐ যে আকাশ দেখছো,
ও আর সে আকাশ নয়!
এই যে বাতাস মাখছো,
শ্বাস নিতে লাগে ভয়!!
ওই যে বিশাল সমুদ্র,
ও আর নেই সে নীলে!
প্রযুক্তির বিষাক্ত বিষ
ছড়িয়েছে ওর জলে!!
এ মাটি মমতা হীন,
শুধু ভাঙে নিজ দেহ!
রিক্তা হয় প্রতিদিন,
মৃত্যু যন্ত্রণাই প্রিয়!!
গাছপালা গুল্মলতা,
আজ বড়ই অস্থির!
এই আবহাওয়ায়
ঋতু ভাঙা তসবীর!!
ঐ যে মানুষ দেখছো,
ওরা আজ চেনা নয়!
স্বার্থের চশমা পরে,
করে শুধু অভিনয়!!
বিপর্যয় চারিদিকে,
পৃথিবী কার আপন!
তাকিয়ে দেখো ওদিকে,
বিবর্তনে ভাঙে মন!!