কবিতাঃ- প্রত্যাশাতেই বাঁচে বিশ্বাস
✍️ মনোজ ভৌমিক
নদীর চরে কাশের হাসি
দূর আকাশে মেঘের ছবি,
সাদা সাদা মেঘের ভেলায়
খেলছে দেখো প্রভাত রবি!
পুবের আকাশ বলছে হেসে
বিষাদময় যদিও বাতাস,
বৃষ্টি এসে ভেজাক দুচোখ
প্রত্যাশাতেই বাঁচে বিশ্বাস।
এবার তোকে আসতে হবে
আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে,
নতুন অস্ত্রে সজ্জিতা হয়ে
হাজার হাতির বলকে নিয়ে।
হৃদয় হারা এই দেশেতে
কেন যে এই শরৎ আসে!
লক্ষ কোটি দানবের দেশে
শরৎ যে আজ নাভিশ্বাসে।
দুর্গতিনাশিনী যদি তুই মা!
আয় বাজিয়ে সেই দামামা,
কাশের বন উঠুক কেঁপে
"বিচার পাক ওই তিলোত্তমা।"