কবিতাঃ- প্রতিদিন হোক যোগ
✍️ মনোজ ভৌমিক
সবারে লুকিয়ে একান্তে করছি শোক,
বোঝাতে চাইছি ভালো নয় আজ লোক!
যাতনা কথায় কুমীরের অশ্রু ফেলে,
মুখ ফিরিয়ে মুচকি হেসে যাচ্ছি কিছু বলে।
মানসিকতা সবারই দেখছি এক!
"তুই ভালো নোস,আমাকে তাকিয়ে দেখ।"
দেখতে গেলেই চোখেতে সরষে ফুল,
আসল জানলে,প্রশ্ন ওঠে, কার ভুল?
শরীর জুড়ে সবারই হাজার রোগ,
কে শুনতে চায়, কার কতটা দুর্ভোগ!
আপন জ্বালায় জ্বলছে সবাই আজ,
কষ্ট শেয়ার করতে লাগে যেন লাজ!!
লজ্জা ঘেন্না মনের থেকে দূরে রাখো,
আগের মতো প্রাণখুলে বাঁচতে শেখো।
ইঁদুর দৌড়ে এ জীবনটাই বরবাদ,
অকালেই শরীর হচ্ছে যে কুপোকাৎ!
পশ্চিমীদেশ বুঝেছে সনাতনী সার,
যোগ সাধনায় করছে বড় বিচার।
নিয়ম করে ঐ যোগার পথটি ধরো,
নিরোগ নিটোল দীর্ঘায়ু শরীর গড়ো।
লুকোনোর কিছু থাকবেনা প্রয়োজন,
সদম্ভেই বোলো,শক্তিমান একজন।
দিবসটা নয়, প্রতিদিন হোক যোগ,
সময়ের সাথে কেটে যাবে দুর্যোগ।
বিঃদ্রঃ- বিশ্ব যোগা দিবসের আন্তরিক শুভকামনা জানাই।