কবিতাঃ- প্রণাম নিও আমার
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ২৩/০১/২০২৫

"তোমরা আমাকে রক্ত দাও
স্বাধীনতা দেবো সবার,"
রক্ত দিয়েছে লক্ষ মানুষ
আহ্বান শুনে তোমার।

স্বাধীনতা তুমি দিয়েছো ঠিকই
বোঝাওনি পরিভাষা,
স্বাধীন দেশ টুকরো হয়েছে
পাশা ছিল সর্বনাশা!

যেটুকু বেঁচেছে দেখেছি তাতেও
বিভাগের সংযোগ!
চারিদিকে আজ কঠিন আঁধার
ব্যভিচারী দুর্যোগ!!

স্বপ্নের দেশে বেড়ে উঠেছে
সময়ের কত বিচ্ছু!
গুমনামী হয়ে হয়তো শুনেছো
বলতে পারোনি কিচ্ছু!!

একবার যদি ফিরে এসে
দেখতে এ তসবীর,
দেহের রক্ত উঠত ফুটে
হে স্বাধীনচেতা বীর।

প্রয়োজন আজ এই দেশে
একটা সুভাষ তুমি,
তুমি ছাড়া কে বাঁচাবে বলো,
এই খণ্ডিত শ্রীভূমি!

ভাবনা তোমার বাঁচাতে পারিনি
অযোগ্য জানি ক্ষমার,
এ জন্মদিন বাড়ায় শুধু ঋণ
প্রণাম নিও আমার।