কবিতাঃ-প্রতিটি জন্মদিনই যেন....
✍️ মনোজ ভৌমিক
আমি উৎসবের অন্ধকারে দাঁড়িয়ে আলো খুঁজছি...
গতরাতে রাবণ জ্বলেছে,দুর্গাকেও ডুবতে দেখেছি...
দেখেছি অসীমতার মাঝে লীন হয়ে যেতে কলরব!
দিগন্ত রাঙিয়ে উঠতে দেখেছি ভ্রান্ত সিঁদুর উৎসব।
রাবণ জ্বলেছে,জ্বলেছে কী অশুভ শক্তির উল্লাস!
দুর্গাদের আজও বিসর্জিত হতে হয়,সময় পরিহাস!!
বিবর্তিত সময়ে মনুষ্যত্ব মানবতার বড়ই বিপর্যয়!
স্বার্থান্বেষী সমাজ তন্ত্রে নৈতিকতার ভীষণ অবক্ষয়!!
সময়ের প্রপগান্ডায় হারিয়ে গেছে সেই শৈশব!
এখন শুধু চারিদিকে অবাঞ্ছিত "চাই,চাই" রব!!
এক অজানা আলোকবৃত্তের মাঝে মুসাফির!
অন্ধকার হাতড়ে হাতড়ে আজ বড়ই অস্থির !!
একাত্তরের উন্মাদনায় শোনে বাহান্নর চিৎকার!
ধর্ম যুদ্ধ! জাতি যুদ্ধ!! না বাকযুদ্ধ!! ভাবনা বেকার!
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে হিংস্র আগ্রাসন!
মনুষ্যত্বহীন মানুষগুলো শোনে না মানবিক আবেদন!!
যুগ যন্ত্রণা বুকে নিয়ে আলো খোঁজে রণক্লান্ত এক বীর!
হেমন্তের অবসন্ন আলোয় ভেসে ওঠে রক্তাক্ত তসবীর!!
প্রতিটি জন্মদিনই যেন আজ সময়ের বিড়ম্বনা!
মৃত্যুকে ছুঁয়ে ছুঁয়ে এগোতে থাকে,বড়ই আনমনা!