কবিতাঃ- প্রবৃত্তি বিসর্জিত হবে যবে
✍️ মনোজ ভৌমিক
আর কতগুলো জ্বালাবে রাবণ!
পোড়াবে বলো কত ও দেহ!!
জ্বললেও দেহ পারো কি পোড়াতে
রাবণী মনটা আজ কেহ!!
সময়ের ঘরে অজস্র রাবণ
হিংসায় খেলে প্রতিদিন!
ক'টা রাবণ জ্বালিয়ে তুমি!
সমাজ করবে ভয় হীন!!
তোমার মনের দুষ্ট রাবণ
মরেছে কবে কোনোদিন!
আমার মনের শিষ্ট রাবণ
শিব ভক্তিতে থাকে কী লীন??
রাবণ জ্বালানো এ মিথ্যে খেলা
বন্ধ হবে কবে এ ভবে?
বিসর্জন ঐ দুর্গার নয়,
প্রবৃত্তি বিসর্জিত হবে যবে।