কবিতাঃ- পশুপতি দীননাথ
✍️ মনোজ ভৌমিক
মহাপণ্ডিত ছিলেন রাবণ
ধর্মেতে অগাধ জ্ঞান,
ভক্তিতে ছিলেন অদ্বিতীয়
আপনাতেই মহান।
বাহুবল ও জ্ঞানের গর্বে
হলেন আত্মহারা,
অহংকারী হয়ে ভাবেন
সম্পর্ক গোবেচারা।
ধনৈশ্বর্যের দম্ভে তিনি
হলেন মদমত্ত,
দিকবিদক জ্ঞান শূণ্য
শিবের পরম ভক্ত।
অলক্ষ্যে মুচকি হাসেন
পশুপতি দীননাথ,
সময়কালে ছেড়ে দিলেন
অহংকারীর হাত।
সময় যখন বলবান
চুপ থাকেন ঈশ্বর,
সুযোগ বুঝেই করে দেন
নিজের থেকেই পর।