কবিতাঃ- পরিনতিটাও ভাবতে হয় (১৪২৫তম)
✍️ মনোজ ভৌমিক
বছর শুরু তেমন তো নয়
যেমন তোমার স্বপ্ন দেখা,
বামদিকে চোখ ফেরাতেই
মহা যুদ্ধের লেখাজোখা!
যুদ্ধ এখন নতুন খেলা
দিন বদলের ইস্তেহারে,
অনেক রাজার ইচ্ছে দেখি
ঐ খেলাতেই লাইক করে!
গজালে কেশর কিছু রাজার
সিংহ সাজার বড়ই নেশা,
ভাবতে থাকে হোক না যুদ্ধ
হোক না এটা সময় পেশা।
ধূর্ত শেয়াল মুচকি হাসে
হাড্ডি বেচবে নতুন আশে,
বাঘ সিংহের যুদ্ধ শেষে
হাড্ডি গুনবে আরামে বসে।
বাঘের কানে বলছে হেসে,
"তুমিই শের " নাও হে চুমু,
সিংহ ব্যাটার চুলকে দাড়ি
গোপনে বলে,চালাও মামু।
আসল কথা জানো কি ভাই
সবাই আমরা শেয়াল চিনি,
কুলুপ আঁটা আর্থ খেলায়
ওর কাছে যে সবাই ঋণী।
সময় গুনে শেয়াল ব্যাটা
খেলতে থাকে কূট পলিসি,
পরিস্থিতি বেজায় হলেই
মধ্যস্থতায় চায় শালিসি।
যুদ্ধ তো নয় খেলার খেলা
পরিনতিটাও ভাবতে হয়,
শান্তি ফিরুক এ বিশ্বমাঝে
উষ্ণায়ণে লাগছে যে ভয়।