কবিতাঃ- প্রান্তিক আলোড়ন
✍️ মনোজ ভৌমিক
হয়ত সেদিন উঠেছিল ঝড়
তোমার নিকানো ছাদে!
ভেঙেছিল মনের রুদ্ধ দুয়ার
আবলুশি কোনো ফাঁদে।
অতৃপ্তির মাঝে কোন তৃপ্তি ছিল
সেদিনের ঐ বিষাদে?
আজো কি ওখানে গোপন বেদনা
নীরবে নিভৃতে কাঁদে??
চিলেকোঠা ছোঁয়া শরতের মেঘ
আজ কোন অনুরাগে!
গোধূলির রঙ মনের গহীনে
কেন দোলা দিয়ে জাগে??
তবে কি সে ঝড় আজো বহে যায়
হৃদয় হারানো ক্ষণে!
তারাদের মাঝে প্রশ্ন রেখো না
বিষাদ জড়ানো গানে।
জ্যোৎস্না ছড়াবে ঐ নিকানো ছাদে
চাঁদ যদি ওঠে জেগে,
ব্যালকনি ছুঁয়ে অমা রাত দেখো
প্রান্তিক কোনো দাগে।