কবিতাঃ- পাথর হয়ে নীরব থাকো
✍️ মনোজ ভৌমিক
ওগো শিক্ষাগুরু, শিক্ষাগুরু,
কোথার থেকে করবো শুরু?
দিবসটা তো আসেই গুনে,
ওই সেপ্টেম্বর পাঁচটি মেনে।
সোস্যাল জুড়ে কত না হৈ চৈ!
স্কুল ও কলেজে শব্দটা মাভৈ!!
ত্রিকালদর্শী ভাবছে বসে,
শিক্ষা কোথায় আজ এ দেশে!
পয়সা আসছে ছদ্মবেশে,
মানদন্ড যায় যাক না ভেসে।
রিমোট দেখি গোপন হাতে,
আর সিস্টেমটা পক্ষাঘাতে।
তুমি আর আমি কান্না কাঁদি,
ঋণের বোঝা গলায় বাঁধি।
স্বাধীনতার এ পঁচাত্তরে,
পয়সা শিক্ষা ওজন করে!
শত ভাষণ,অনেক কথা,
বললে তুমিও পাবে ব্যথা।
চুপটি করে দাঁড়িয়ে দেখো,
পাথর হয়ে নীরব থাকো।