কবিতাঃ- পলাশ শিমুল দিচ্ছে ডাক
✍️ মনোজ ভৌমিক
কোন ভাষাতে বলবি কথা?
কোন ধারাতে চলবি ওরে??
মায়ের মুখের মিষ্টি ভাষা,
ডুবছে কঠিন অন্ধকারে!
বাহান্ন তুই কোথায় গেলি!
একাত্তর যে ডুবছে জলে!!
শহীদ মিনার আর্তনাদে,
" ওরে,মা'র ভাষা,বাঁচা" বলে।
শিকড়টাকে উপড়ে ফেলে,
শাখাকিছু দুলছে ভীষণ!
ইংরেজিটা আঁকড়ে ধরে
বাংলা-আরবি দ্বন্দ্বে রণ!!
রবীন্দ্রনাথ ভেঙে চৌচির!
সাম্যবাদী কাজীও পাজী!!
ঊর্দু এখন জার্সি ওড়ায়!
সেই কালো রাত এলো সাজি!!
হায়রে! হায়!! বাংলা ভাষা!
মারছে তোর বুকেতে ছুরি!!
তোর জন্যেই সারা বিশ্বজুড়ে,
মান্যতায় ২১শে ফ্রেবরুয়ারী!
জাগ বাঙালি, জাগ রে জাগ,
পলাশ শিমুল দিচ্ছে ডাক,
সেই ফাগুনের রক্ত দাগ,
মনের মাঝে বাঁচিয়ে রাখ।