কবিতাঃ-পদধ্বনি শুনি
✍️ মনোজ ভৌমিক

পদধ্বনি শুনি রে মা
তোর পদধ্বনি শুনি!
একটু একটু করে তোর
স্বপ্নে প্রহর গুনি!!

প্রতীক্ষা ও তিতিক্ষার
দ্বন্দ্ব চলছে ভীষণ!
অবুঝ মন অপেক্ষায়
আসবি তুই কখন!!

দুরন্ত ঐ শকটযানে
আসবি জানি তুই!
ধৈর্য্য কঠিন মন নিয়ে
সবাই জেগে রই।

আয় না মা, ঘুচিয়ে দে
মনের দ্বিধা দ্বন্দ্ব,
ওদের চোখ খুলে দে
যাদের চোখ অন্ধ।

সাজবি মা,নতুন রূপে
নূতন দিনের মাঝে,
দিন রাত্রি তোরই চর্চা
ঘুরছি সকাল সাঁঝে।