কবিতাঃ- অসময়ের ডাক
✍️ মনোজ ভৌমিক
সাঁঝের বেলা ডাকলো ভোরের পাখি,
একলা ঘরে উদাস কেমনে থাকি!
শ্রাবণ ভেজা আঙিনা রয়েছে পড়ে,
শিউলি সুবাস ছড়ায় ভুবন জুড়ে।
দিগন্ত ছুঁয়ে রঙ ছড়ায় অস্ত রবি,
সান্ধ্য কবিতায় ব্যস্ত হয়েছেন কবি।
মন ছুঁয়ে গেছে কবে যেন সে বসন্ত!
ঘিরেছে আঁধার ভাগ করা এ দিনান্ত।
ভোরের পাখি ডাকছে এখন কেন!
দিলেই সাড়া আসবে বিপদ জেনো।
আঁধার ছুঁয়ে থাকাই এখন ভালো,
হোক না ও রাত যতই গভীর কালো।
বাধ সেধে যায় রুদ্ধ মনের দুয়ার,
সময় আসন্ন অনন্ত ঘুমে যাওয়ার।