কবিতাঃ- অসমাপ্ত গল্প
✍️ মনোজ ভৌমিক
নটেগাছ মুড়োলেই
গল্প তো ফুরোবেই,
মুড়োয়নি নটেগাছ
গল্প আজো বাঁচবেই।
গল্পের শুরু হলে
শেষ হতে দেরি হয়,
ওরা তারা ভেবে বসে
সময়ের অপচয়।
এ গল্প তো গল্প নয়
সময়ের ইতিকথা,
সন্ধ্যার আঁধার ছুঁয়ে
রাতে জাগে বড় ব্যথা!
ভোর হতে বড় দেরি
জেগে ওঠে কচিকাঁচা!
অনেক আহার চাই
রোদ ছড়া নেই বাঁচা।
গোলাপের কাঁটা নেই
কাঁটা থাকে গাছটায়,
নিহত সেই গোলাপ
যে জাগে ঐ রাতটায়!
এ গল্প ফুরোবে নাতো
সূর্য উঠলেও জেগে,
নটেগাছও মুড়োবেনা
সভ্যতা এগোক আগে...