কবিতাঃ- ওরে মানুষ বল
মনোজ ভৌমিক

এখন প্রতিদিন মানুষের মাঝে
অজস্র মানুষকে নানাভাবে কাঁদতে দেখি!
মানুষ নামের ভিতর থেকে
কতিপয় মানুষের আর্তনাদ শুনতে থাকি!!

কোথাওবা ধর্ম!কোথাওবা জাত!!
আজো বর্ণের সাথে আধিপত্যে আঙুল বাড়াই!
বুকের মধ্যে হিংসাকে লুকিয়ে
প্রতিনিয়ত বিবেক মনুষ্যত্বকে পা দিয়ে মাড়াই!!

আমি,যন্ত্রণা দগ্ধ শব্দ অক্ষরে
ওই নিষ্প্রাণ আর্তনাদের কবিতা লিখে যাই!
কেউ পড়ে,কেউবা ব্যাঙ্গ করে
এইভাবে সময়ের উপকথা সময়েই হারাই!!

অবাক বিস্ময়ে ভাবি আর ভাবি,
অতঃপর বুড়ো গাছেদের দিকে একদৃষ্টে তাকাই!
ওদের ধর্ম দূষণ বুকে ভরে নিয়ে...
প্রকৃতির বুকে অকৃত্রিম শান্তি ও শুদ্ধতা দেওয়াই!!

এখন শুধু একটাই প্রশ্ন মনে
ওরে মানুষ বল, আর কবে তুই গাছেদের মতো হবি!