কবিতাঃ- ওরাই বোঝায়
✍️ মনোজ ভৌমিক
নিয়ত যাদের হয় শুদ্ধ
অন্তরে বাস বুদ্ধের,
তারাই দেখবে সর্বক্ষেত্রে
নির্ভয় সদা যুদ্ধের।
দারিদ্রতায় অকুতোভয়
জাগিয়ে মনের বল,
হতাশার পিঠে চাবুক মারে
হয়না কভু দুর্বল।
স্বল্প আয়েও হননা ক্লান্ত
বচত করেন সদা,
বিন্দু দিয়েই সিন্ধু গড়ার
ভাবনাতেই সর্বদা।
দুঃখ কষ্ট সইতে পারে
তরু ও তৃণের সম,
সময়ের সাথে লড়াই করে
ভয় পায়না যমও!
প্রগতির সিঁড়ি এরাই চড়ে
আপন কর্ম গুণে,
ওরাই বোঝায় প্রতি অধ্যায়ে
জীবন কথার মানে।