কবিতাঃ- ওরা আজও দুর্জয়
✍️ মনোজ ভৌমিক
তুলসী বিবাহ সমাপন হলো যবে,
ধরা 'পরে ছিল পূর্ণিমাক্ষণ সবে।
আলোকমালায় সাজলো দেবের ঘর,
চাঁদের গায়েতে চড়লো কালো চাদর!
জ্যোৎস্না হারালো সময়কে গুণে গুণে,
চাঁদ কি বোঝে গ্রহণ কথার মানে?
কলঙ্ক বুকে ছিল না তো ও অভিমানে!
জ্যোৎস্না ছড়ায় অকপটে একমনে।
দেবালয় জুড়ে হোক না আলোর মেলা,
আকাশের চাঁদে রয়ে যাক অবহেলা।
এ ধরার চাঁদে খুঁজে দেখো বার বার,
জ্যোৎস্না ছড়িয়ে অবহেলা শুধু তার!
ওই গ্রহণ লাগে যখন খুশি তখন,
কলঙ্ক মেখে সবে করে নেয় আপন।
সময় গ্রহণে পায়না তো এরা ভয়,
সবলোকে তাই ওরা আজও দুর্জয়।