কবিতাঃ-  অপেক্ষাতে রাজ শহর
✍️ মনোজ ভৌমিক

ধর্মাবতার... ধর্মাবতার.... আমিই একমাত্র দোষী....
বিনা কোনো সংশয়েই দিতে পারেন আমাকে ফাঁসি।
রাজামশাই ভীষণ খুশি জনসমক্ষে এলো নির্ঘোষ,
দোষীকে সত্তর দাও ফাঁসি শান্ত হোক এ জনরোষ।

আমার রাজ্যে প্রজা মহান,দোষী স্বীকারে নিজের দোষ!
ছড়িয়ে দাও এ ফরমান, মনে আমার বড় সন্তোষ।
প্রজার মনে সন্দেহ বড়! প্রশ্ন নিয়েই নামলো পথে।
যে ঘটনায় দোষী অনেক!একাই কেন নিল ও মাথে?

কারাগারে ঢুকেই দোষী, বদলে নিল নিজ বয়ান!
ধর্মাবতার,আমি দোষী নই,বাঁচিয়ে নিন আমার প্রাণ।
শুনেই রাজার ঘুরলো মাথা, বুকের মধ্যে জাগলো ব্যথা,
চল্লিশ সামন্তে রক্ষা করা নয়তো ভাই কথার কথা!

প্রজার ক্রোধ ভীষণ বাড়ে সকল দোষীর শাস্তি চাই,
রাজার বিধান পাল্টে গেল রাজ গোয়েন্দা এলো তাই!
প্রজারা দেখলো বদ্ধ গুহা!সর্দার বড়ই করছে শোর!!
"চিচিং ফাঁক... চিচিং ফাঁক.."খোলে দরজা চারটি চোর!

উল্লাস নয়,উল্লাস নয়,অপেক্ষাতে রাজ শহর,
কাটবে আঁধার আসবে ভোর,আলিবাবা চল্লিশ চোর।