কবিতাঃ- ওই শঙ্খ বাজুক
✍️ মনোজ ভৌমিক

কত জোরে বাজালে শঙ্খ
প্রকৃত বিচার পেতো বাবা মা!
ততটা জোরে বাজতো যদি
বিচারের নামে প্রহসন হ'তো না!!

কত জোরে বাজলে শঙ্খ
উন্নয়নের পরিকাঠামো হ'তো দৃঢ়!
বাজেনা  আর সেই শঙ্খ
শিক্ষা দীক্ষা আজকে তাই ছাড়ো।

কত জোরে বাজলে শঙ্খ
পরিযায়ীরা আসতো ফিরে ঘরে!
সে শঙ্খ বাজে না আর
তাই পদলেহনে ব্যস্ত সবাই ওরে!!

কত জোরে বাজলে শঙ্খ
ধর্ষিতাদের কান্না যেত না শোনা।
সে শঙ্খ আর বাজবে না
মোমবাতি মিছিলেই থাক শান্তনা।

শঙ্খ বাজুক বা না বাজুক
শহরটা কিন্তু সমস্যা নিয়ে সাজুক!
অস্তিত্ব যদি বাঁচতে চাও
আবার নতুন করে ওই শঙ্খ বাঁজুক।