কবিতাঃ- অহিংসাই পরম ধর্ম
✍️ মনোজ ভৌমিক

ধর্ম যেখানে শাণিত অস্ত্র,
সেখানে কেন তার বড়াই?
হজরত,বুদ্ধ,যীশু খ্রীষ্টের
মহানুভবতায় কেন যাচাই??

বুদ্ধ কি সেদিন শুদ্ধ ছিল না!
হজরতে কেন ছিল আঙুল!!
যীশু খ্রীষ্টকে বিঁধে ঐ ক্রশে
করোনি কি ওদিন মহা ভুল?  

মানব হিতে কোরান,গীতা,
ত্রিপিটক আর বাইবেল,
সব গ্রন্থেই ভাবনা এক,
সময় দেখায় ভিন্ন খেল!

আগ্রাসনের যুদ্ধে যেমন
দেশে গুলিতে নেইতো সুখ!
মৌলবাদীরাও ওই পন্থায়
ধর্মান্তরণে বাড়ায় দুখ!!

"অহিংসাই পরম ধর্ম"
শিখিয়েছেন মহান জন,
ওদের দেখানো রাস্তাতেই
হাঁটছে দেখো ঐ সনাতন!

যুগ বদলে এসেছে যুগ
ভাবনা কিন্তু সেই-ই এক!
সেদিন যাকে বল্লে "কাফের"
সময় দিল জাতীয় ট্যাগ!!

আসল কথা সভ্য হলেও
আমরা সেই অ-সভ্য ভাই!
মৌলবাদী কুটিল আবর্তে
মনুষ্যত্ব আজও হারাই!!