কবিতাঃ- ও হরিদাস
✍️ মনোজ ভৌমিক
দিনের শেষে রুদ্ধশ্বাসে
বাজাও কেন ওই বেনু?
ও হরিদাস, জানো নাকি?
সাঁঝ ফুলে নেই সেই রেণু!
সাঁঝবেলা ফুলগুলি সব
রেণু বিনাই মুখ তোলে,
ভালোবাসার গন্ধ শুঁকে
না বলা কথা যায় বলে।
দিন ফুরানো ব্যথা কথাই
বড্ড বেশিই মন কাঁদায়,
তোমার বেণু বোঝে কি তা?
বে-সুরো সব গান বাজায়!
ঝরার আগে সাজুক না ফুল
তোমার আমার নেট পাড়ায়,
বাজলে তোমার ওই বেণুটা
ওদের চোখের ঘুম তাড়ায়!
জাগতে চায় আর কিছুক্ষণ
সময়ের ওই বুক ছুঁয়ে,
জানেই ওরা, ক্ষণিক পরে
ঝরতেই হবে ঐ ভূঁয়ে।
বাজাও বেণু, ও হরিদাস,
নিত্য নতুন সুর তুলে,
মন হারানো ব্যথা কথা
শেষের বেলা যাক বলে