কবিতাঃ- ওদের শ্রমিক বলে
✍️ মনোজ ভৌমিক
ওরা যারা রোদ খায়
রাস্তায় ও পথে ঘাটে,
কিংবা হাতড়ায় রোদ
বড় বড় ইমারতে!
ওদের শ্রমিক বলে
সময়ের এই খাতে।
আগুনে ঝলসে যায়
কতগুলো পড়া রুটি,
পাহাড়ের গায়ে আঁকা
কত শত ভীরকুটি!!
তবুও রাখতে হবে
শ্রমেতেই কাটাকুটি!
ঘাম তো ঝরতে থাকে
দিন রাত মেশিনেতে!
ওদের শ্রমের দাম
খায় কাক কোকিলেতে!!
মিথ্যে ও দিবস নিয়ে
আজো হৈ চৈ রাস্তাতে!
ঝুঁকে গেছে মাঁচাখানি
পুঁই গাছে লাগে মই!
রস নেই মাটি বুকে
দিনে দেখে তারা সই!!
তীব্র দহন জ্বালায়
দিবসেতে ভাজে খই!
দিবস এখনে আসে
এক বুক আশা নিয়ে,
পরিযায়ী রোদ এসে
ওদেরকে যায় ছুঁয়ে।