কবিতাঃ- ওদের সাথেই আমি হাঁটি
✍️ মনোজ ভৌমিক
এখন প্রতিদিন সময় করে আমি হাঁটি।
কিছুটা হাঁটি... আবার জিরোই,
তারপর আবার হাঁটি।
অনন্ত কাল ধরে যারা হেঁটে গেছে
তাদের রাস্তাটাকে ঘাঁটি।
ওখানে শুধুই পাথর!
আঁকাবাঁকা পথ বড়ই বন্ধুর!!
তবুও ওরা হেঁটেছে....
মুখে ছিল হাসি সুমধুর!
হৃদয়ে প্রেম ছিল,ছিল ভালোবাসা।
একসাথে জেগে উঠতো সবাই
থাকতো না কোনো নিরাশা।
জিরোনোর সময় এখন আমি মানুষ খুঁজি...
মসৃণ পথ দিয়ে কারা যেন এগিয় চলে
ঠিক যেন জ্যান্ত রোবোটের মতন!
স্বার্থ ছাড়া কেউ দাঁড়ায় না আজ!!
বিনা প্রয়োজনে কেইবা শোনে কার কথা!
কেবলি পথের দুপাশের প্রাচীন গাছের
শুকনো পাতা বাতাসের বুক ছুঁয়ে
জানায় মনের ব্যথা।
আমি অনুভব করি পথের একাকিত্বের দীর্ঘশ্বাস,
ধূলো,বালি,পাথরের আতিথেয়তার হাহুতাশ।
কান পেতে শুনি ঘাসেদের কান্না!
এখন ওদের সাথেই আমি হাঁটি....