কবিতাঃ- ওদের ক্ষমা কোরো
✍️ মনোজ ভৌমিক
বার্থডেটা শুভ হোক মনোরম কেকে,
গীতা পাঠ গত হলো সময়কে ডেকে।
কেউবা আজান ধ্বনি শুনছে গোপনে!
নতুবা শুনবে জেনো আগামীর দিনে।
সময়ের ভাবনাটা বড়ই কঠিন,
তুমি আমি যুদ্ধ ঘোড়া ছুটি প্রতিদিন।
তোমরাও তৈরি থেকো আছো যারা বাকী,
রেখোনা জমিয়ে মনে কিন্তু,পরন্তু,নাকি!
ধর্ম যুদ্ধের দামামা চারিদিকে বাজে,
প্রগতির রোষানলে মানবতা লাজে!
থাক না অভুক্ত শিশু,বেকার স্নাতক,
হতাশার গ্লানি মুছে জমায়েত হোক।
পার্কস্ট্রীটে উঠুক জ্বলে রকমারি আলো,
জন্মদিনে মহানের ভাবনায় বলো,
নাইবা পেলাম দীক্ষা,প্রত্যাশায় হেরো,
তবুও বলবো প্রভু, ওদের ক্ষমা কোরো।