কবিতাঃ- ও তাজমহল
✍️ মনোজ ভৌমিক
কতটা হৃদয় ছুঁয়েছে ও তাজমহল!
এখনো কি জেগে আছে ভালোবাসা মন!!
নিথর পাথর ছুঁয়ে কেঁদেছে কি হিয়া?
ভালো বাসায় ভালোবাসা বেঁচে আছে প্রিয়া??
নেই সে তো নেই আজ ছিল যে বেঁচে!
ভালোবাসা অমর হয়ে প্রেম জেগে আছে!!
সময়ের প্রেমে নেই সেই ভালোবাসা,
অজস্র হৃদয় ছুঁয়ে ঘুরছে লালসা!
যে প্রেম যমুনা তীরে সৌধ গড়েছিল,
সে প্রেমের মহানতা কার আছে বলো?
প্রেম ছোঁয়া ভালোবাসার মহান ভাস্কর্য !
যদিও ও তাজমহল আজকে আশ্চর্য্য!!
সান্ধ্য অস্তরাগ মাখে অনন্ত প্রেম,
পবিত্র অনল সম নিকষিত হেম।
প্রেম শুধু প্রেম নয় সেদিনের তাজ,
সময়ের খেলাঘরে দর্শনই সাজ।