কবিতাঃ- ও মেয়ে....
✍️ মনোজ ভৌমিক

ও মেয়ে, তোর মরার গল্প
শুনছি এখন রোজ!
সি বি আই নাকি খুনী ধর্ষকে
করছে ভীষণ খোঁজ!!

ন্যায়ালয়ে তারিখে তারিখ
পড়ছে রিপোর্ট জমা!
সিব্বলজী সিম্বল খোঁজে
চাপা দিতে কেসে ধামা!!

বড় নির্মম,নিষ্ঠুর ছিল
তোর ঐ মরণ খেলা!
ক'টা হায়না খুলবে খেলো
শরীরটা ওই বেলা!!

কেন রে মেয়ে চোখ কান তোর
রাখলি ওমন খোলা!
না হয় তুই মুখটি বুজে
করতিস অবহেলা।

'মানব সেবাই' মূল মন্ত্র
ভুললে ওদের মত,
অকালে ওই অমূল্য প্রাণ
হারাতে কি তোকে হত?

কত যন্ত্রণা সয়েছিস তুই
ঐ মৃত্যুকে ছুঁয়ে নিতে!
দানবীয় পৈশাচিকতায়
চিহ্ন লোপাট তদন্তে!!

কেউ জানে না,কবে রে তুই
বিচার পাবি ও মেয়ে!
তোর মৃত্যু কি মৃত্যুই রবে
গল্পের মতই হয়ে!!

মহালয়া ও মাতৃবন্দনা
সময়ের বড় পর্ব,
আসুক মা দুর্গা,মহা কালী,
প্রহসন হোক খর্ব।