কবিতাঃ- ও ক্ষুদিরাম
✍️ মনোজ ভৌমিক
ঐ ছেলেটি ছিল বড্ড বোকা
নাম যার ক্ষুদিরাম,
বুঝেও সেদিন বোঝেনি কেন
ও প্রাণের কত দাম?
ভিক্ষা মায়ের অবোধ ছেলে
ধরলো ভীষণ জেদ,
মাটি মায়ের ঘুচাবে দৈন্য
থাকবে না কারো খেদ।
মা মাসিরে বোঝালো সেদিন
বড়ই করুণ সুরে,
মাটি মায়ের দুঃখ ঘুচিয়ে
আসবে আবার ফিরে।
বোম ফাটালো গাড়ীর 'পরে
কাঁপলো বৃটিশ রাজ,
কৈশোরের অবোধ শিশুর
হুকুম ফাঁসির সাজ।
ফাঁসির মঞ্চে গাইলি গান
" আসবো আবার ফিরে..."
ও ক্ষুদিরাম কোথায় রে তুই?
খুঁজছি আজকে তোরে।
স্বাধীন দেশের রাজা রাণী
খেলছে দারুণ খেলা,
মত্ত ওরা গদির নেশায়
রাজনীতি দুইবেলা!
এবার যদি আসিস রে তুই
বলবিনা আর হাসি,
"হাসি হাসি পরবো ফাঁসি
দেখবে ভারতবাসী।"
অনুদান আর আশ্বাস নিয়ে
থাকিস মহা সুখে,
নইলে পরে তেলেভাজা ভাজিস
রাস্তার একদিকে।