কবিতাঃ- ও হে আদিনাথ
✍️ মনোজ ভৌমিক
কতবার দেখেছি তোমারে
নির্বাক নিশ্চল অঁধারে!
প্রশান্ত সৌম্য শান্ত মূরতি
উপবিষ্ট পর্বত শিখরে!!
ব্রহ্মাণ্ডের অনন্ত জ্যোতি
সমাহিত তোমার শ্রীমুখে!
নিঃষ্পলক এই দু'টি আঁখি
প্রতিবারই জেগে থাকে সুখে!!
আজো সেই অপরূপ তিথি,
প্রত্যাশায় জেগে ওঠে বুক!
খুঁজে ফিরি প্রগাঢ় আঁধার
ভুলে যাই সময়ের দুখ!!
দেখা দাও,ও হে আদিনাথ,
কত কথা জমে আছে মনে,
এইবার বলে দেবো সব,
পাই যদি একান্তে,নির্জনে।
সন্ধ্যাও নামছে ধীরে ধীরে,
তুমি ছাড়া কে আছে আপন!
প্রতীক্ষায় ওই কালো রাত,
কে জানে কতটা এ জীবন!!