কবিতাঃ- নতুন বছর
✍️ মনোজ ভৌমিক
যেই ক্যালেন্ডারে তোর ছবি
সেটাই আমার নতুন বছর,
বাকি তো সব আসাযাওয়া
নিত্য দিনের ক্লান্ত বাসর।
দিন,ক্ষণ,মাস একই তালে
বছর শুধু কাল বদলের,
বছর নিয়ে হবেটা কি বল?
নামতা থাক ক্যালেন্ডারের।
বছর ঘুরে বছর আসুক
তোর ছবিটা মনের ঘরে,
তুই যে আমার চির নতুন
চৈত্র শেষে বোঝাই কারে?