কবিতাঃ- নতুন আসে আর যায়
✍️ মনোজ ভৌমিক
কতটা নতুন হলে আবার গাইতে পারি সাম্যের গান!
তুমি আমি আর ও একসাথে পেতে পারি রাজার সম্মান!!
শুধুই ভ্রান্ত দিলাশা রয়ে গেছে আজও এই পৃথিবীর বুকে,
আমি আর তুমি আমিত্ব গর্বে বেঁচে আছি কৃত্রিম সুখে।
রাজার ভাবনা যারা ভেবেছিল তারা দেখি আজ ঝরা পাতা!
প্রজন্মের কান্না বুকে নিয়ে নীরব অভিমানে সইছে ব্যথা।
নতুনের লেশমাত্র ভাগ আছে কি ওই বস্তী আর ফুটপাতে!
চেয়ে দেখো,ক্ষরা বন্যায় বিধ্বস্ত ঐ কৃষকের ভগ্ন কুটীরটিতে!!
এখনো জেগে আছে সামন্ততন্ত্র, রাজতন্ত্র আর ফ্যাসিবাদ!
চারিদিকে ধর্মান্ধ হাহাকার একনায়কত্বের বিধ্বংসী উন্মাদ।
"নতুন" শব্দটি জেগে ওঠে ওই প্রাসাদোপম অট্টালিকায়,
নতুনের সুখ ওখানেই,নিয়নী আলোর বর্ণাঢ্য শোভায়!
শুধুই নীরব অভিমান ছুঁয়ে আছে ওই দ্বিধাগ্রস্ত দুর্বল মাটি,
নতুন আসে আর যায় ওদের জীবনে অমাবস্যাই খাঁটি!
ক্যালেন্ডার বদলে গেলেও বদলায় না জীবনের নামতা!
সভ্যতার পঙ্কিল আবর্তে আজও আবর্তিত হয় সময়টা!!
তবুও নতুন আসুক দুর্বৃত্ত এ সময়কে ভালোবেসে,
চিরায়ত অভিমান বুকে ওরা না হয় একটু উঠুক হেসে।
নির্জীব ক্যালেন্ডারের ফুটে উঠুক ১৪৩০ বঙ্গাব্দ,
দেশ ও দশের মিছিলে,না হয় ওরাই থাক 'ইনক্লাবী শব্দ'!