কবিতাঃ-নইলে ভুগতে হবে
✍️ মনোজ ভৌমিক
মাক্সটা লাগাও মুখে
এটাও যে মার্চ মাস,
বাতাসে উড়ছে দেখো
সর্দির সে ভাইরাস!
একটু সামলে থেকো
চেঞ্জ হয় ওয়েদার,
ঠান্ডা ঠুন্ডি খেলে পরে
গলাটা পগার পার!
নাকেতে বেরোবে জল
বড় বেশি ছিক্ ছিক্,
শরীর পুড়বে জ্বরে
প্রাণ বায়ু ধিক্ ধিক্!
কোরো নাকো অবহেলা
দেখিয়ে নিও ডাক্তার,
নইলে ভুগতে হবে
আজকেও একবার।