কবিতাঃ- নইলে ওটা ভাঙাই চাই
✍️ মনোজ ভৌমিক
তোমার জন্য নিয়ম কানুন
বার ব্রত সব এক কাঁড়ি!
আমি পুরুষ, কাজের মানুষ,
আমার বেলা থাক দাঁড়ি।
এমন কেন নিয়ম জনাব?
কোন শাস্ত্রে আছে লেখা??
নারী পুরুষ সমান যদি
নারীই কেন ঐ ব্রতে একা?
সভ্য তুমি হওনা যতই
প্রযুক্তিটার বুককে ছুঁয়ে,
পুরুষ নামের সিংহ রাজ
তোমার মনে আছেই ছেয়ে!
সব ধর্মের নিয়ম কেন
নারীকে নিয়েই খেলে যা তা!
পুরুষ প্রধান এ সমাজে
মিথ্যে শব্দ ওই সমানতা।
রামমোহন, বিদ্যাসাগর
বুঝেছিলেন নারীর ব্যথা,
নারী যখন জাগছ আজ
বিচ্ছেদে কেন স্বাধীনতা?
পুরুষ তোমার দর্পটাকে
সয়েছে অনেক নারীর দল,
আর কতদিন ওদের তুই
কলুর বলদ করবি বল?
সুখ বাঁচাতে নারীই কেন
ব্রতের নিয়মে বন্দী ভাই?
নিয়ম হোক সবার জন্য
নইলে ওটা ভাঙাই চাই।